Dania College Assistant
আসসালামু আলাইকুম! আমি দনিয়া কলেজের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আমি আপনাকে কীভাবে সাহায্য করতে পারি?

উদাহরণ: "ভর্তি", "বিষয়", "যোগাযোগ", "নোটিশ"।
Principal

Message from the Principal

Juela Zebunnessa Khan

Principal (Acting), Dania College

শিক্ষা হল উন্নত জীবনের চাবিকাঠি। যা মানুষকে নতুন কিছু শিখতে, অভিজ্ঞতার সাথে চিস্তা করতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহাজ করে। শিক্ষায় পরিবার, শিক্ষক, শিক্ষার্থী, ভালো বই এবং শিক্ষা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষা মানুষের মৌলিক অধিকার। শিক্ষার মাধ্যমে মানুষ সমস্যার সমাধান করতে এবং বিশ্বকে বুঝতে শিখে জীবনকে উন্নত করে তোলে। কারণ জ্ঞানের চর্চা জীবনকে সহজ সুন্দর এবং অর্থবহ করে তোলে

দনিয়া কলেজ রাজধানী ঢাকার উপকণ্ঠে অবস্থিত যাত্রাবাড়ী-শনির আখড়া এলাকায় একটি অন্যতম ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। চার দশকের অধিক সময় ধরে এই প্রতিষ্ঠানটি সাফল্যের গৌরবোজ্জ্বল ধারা অব্যাহত রাখাতে এলাকাবাসী এবং অভিভাবকদের প্রত্যাশা পূরণ এবং আস্থার জায়গা হয়ে উঠেছে দনিয়া কলেজ।

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে ৫ আগস্টের পর সম্পূর্ণ অরক্ষিত, বিশৃঙ্খল এবং অসহিষ্ণু অবস্থায় দায়িত্ব নেয়ার পর থেকে, একটি সমৃদ্ধ গভর্নিং বডিসহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় কলেজটিকে স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনা হয়েছে। বর্তমান প্রশাসনের দক্ষ নেতৃত্ব ও কর্মপরিকল্পনায় শিক্ষার গুণগত মান উন্নয়নে একাডেমিক কমিটি গঠন এবং সংস্কার ও উন্নয়ন কার্যক্রম দৃশ্যমান।

আসলে মেধা সম্পদ তৈরি করাই আমাদের প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। আর তাই প্রত্যেক শিক্ষার্থীই আমাদের কাছে সন্তানতুল্য এবং সমগুরুত্বপূর্ণ। এখানে, এক ঝাঁক মেধাবী, দক্ষ শিক্ষকের নিরলস তত্ত্বাবধান, অভিভাবকগণের সহযোগিতা এবং শিক্ষর্থীদের জ্ঞানচর্চা এই সমন্বিত প্রচেষ্টায় কলেজের শিক্ষা কার্যক্রমে অভূতপূর্ব সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। দনিয়া কলেজে শিক্ষার্থীরা শ্রেণী পাঠদানসহ বিভিন্ন ক্লাব ও সংগঠনে সুপ্ত প্রতিভার চর্চা ও বিকাশ ঘটাতে সক্ষম হয়। তথ্য প্রযুক্তির (আইটি) ব্যবহার নিশ্চিত করতে খুব শীঘ্রই মাল্টিমিডিয়া ও আধুনিক প্রযুক্তির সুফল পেতে যাচ্ছে বর্তমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

দনিয়া কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকে এইচএসসি পরীক্ষায় ধারাবাহিক সাফল্য অর্জন করে অসংখ্য কৃতি শিক্ষার্থীর জন্য দিয়েছে। প্রতি বছরই উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজসহ দেশের নামকরা বিশ্ববিদ্যালয় গুলোতে উচ্চশিক্ষার সুযোগ পেয়ে উল্লেখিত প্রতিষ্ঠানগুলোতে কর্মরত থেকে কৃতিত্বের স্বাক্ষর রাখছেন। একজন শিক্ষার্থী রোবট তৈরি করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। জুলাই-২০২৪ গণঅভ্যুত্থানে কলেজের দু'জন শিক্ষার্থী শহীদ সাকিব এবং শহীদ রোহানের প্রাণ উৎসর্গ করা এবং অগণন শিক্ষার্থীর বুলেটের সামনে ঝাঁপিয়ে পড়ার দৃশ্য আমাদের মনে করিয়ে দেয়, অন্যায়ের বিরুদ্ধে যেকোন মূল্যে এরা প্রচলিত সমাজ ব্যবস্থাকে ভেঙ্গে গুড়িয়ে দিতে পারে।

আমরা বিশ্বাস করি, দনিয়া কলেজ একুশ শতকের এক "আদর্শ মডেল কলেজ” এ রূপান্তরিত হবে। শিক্ষার্থীরা প্রযুক্তি নির্ভর আধুনিক মানসম্পন্ন শিক্ষা এবং সম্পূর্ণ নিরাপদ, রাজনীতি মুক্ত পরিবেশে, মেধা বিকাশের পরিপূর্ণ সুযোগ পেয়ে নিজেদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলবে। পরিশেষে, কলেজের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করছি।